Ticker

6/recent/ticker-posts

দ্রব্য কি? কাকে বলে কত প্রকার ও কি কি?


মানুষের অভাব পূরণ করে  তথা প্রয়োজন মিটায় এমন সব সামগ্রীকে  সাধারণভাবে  দ্রব্য বলে । কাজেই যে সব দ্রব্য সামগ্রীর অভাব পূরণের ক্ষমতা বা উপযোগ রয়েছে তাদেরকে দ্রব্য বলে । 

👉দ্রব্যকে প্রধানত বস্তুগত ও অবুস্তগত- এমন দু’ভাগে ভাগ করা হয়।

বস্তুগত দ্রব্য = ধরা যায়, ছোয়া যায়, দেখা যায়- এমন সব দ্রব্যকে বস্তুগত দ্রব্য বলে। উদাহরন- কাপড়, টেলিভিশন, গাড়ি, বই, যন্ত্রপাতি ইত্যাদি ।

অবস্তুগত দ্রব্য = দেখা যায় না , ছোয়া যায় না- এমন সব দ্রব্যকে অবস্তুগত দ্রব্য বলে । যেমন- শিক্ষা, স্বাস্থ্যসেবা, টেক্সি ড্রাইভারের, সেবা, পরামর্শ সেবা ইত্যাদিকে অবস্তুগত দ্রব্য বলে । এ জন অবস্তুগত দ্রব্যকে সাধারনভাবে সেবা দ্রব্য হিসেবে আখ্যায়িত করা হয় ।

সরকারি অর্থব্যবস্থার আলোচনায় অন্তর্ভুক্ত দ্রব্যকে নিম্নরুপ কয়েকটি ভাগে বিভক্ত করা হয় । যথা-
  1. ব্যক্তিগত দ্রব্য ()
  2. গণদ্রব্য বা সামাজিক দ্রব্য ()
  3. অপূর্ণাঙ্গ গণদ্রব্য বা মিশ্র দ্রব্য ()
  4. গুণগত দ্রব্য ()
সরকার জনগনের বিভিন্ন প্রয়োজনে তথা জনকল্যানে গণদ্রব্য বা সামাজিক  দ্রব্য এমনকি অপূর্ণাঙ্গ গণদ্রব্য ও ব্যক্তিগত দ্রব্যও সরবারহ করে।  সরকার কী পরিমাণ দ্রব্য সরবারহ করবে, কীভাবে দাম নির্ধারন করবে প্রভৃতি বিষয় সরকারি অর্থব্যবস্থায় আলোচনা করা হয়।

Book reference
liyakot ali sir
public finance
1st chapter

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ