মানুষের অভাব পূরণ করে তথা প্রয়োজন মিটায় এমন সব সামগ্রীকে সাধারণভাবে দ্রব্য বলে । কাজেই যে সব দ্রব্য সামগ্রীর অভাব পূরণের ক্ষমতা বা উপযোগ রয়েছে তাদেরকে দ্রব্য বলে ।
👉দ্রব্যকে প্রধানত বস্তুগত ও অবুস্তগত- এমন দু’ভাগে ভাগ করা হয়।
বস্তুগত দ্রব্য = ধরা যায়, ছোয়া যায়, দেখা যায়- এমন সব দ্রব্যকে বস্তুগত দ্রব্য বলে। উদাহরন- কাপড়, টেলিভিশন, গাড়ি, বই, যন্ত্রপাতি ইত্যাদি ।
অবস্তুগত দ্রব্য = দেখা যায় না , ছোয়া যায় না- এমন সব দ্রব্যকে অবস্তুগত দ্রব্য বলে । যেমন- শিক্ষা, স্বাস্থ্যসেবা, টেক্সি ড্রাইভারের, সেবা, পরামর্শ সেবা ইত্যাদিকে অবস্তুগত দ্রব্য বলে । এ জন অবস্তুগত দ্রব্যকে সাধারনভাবে সেবা দ্রব্য হিসেবে আখ্যায়িত করা হয় ।
সরকারি অর্থব্যবস্থার আলোচনায় অন্তর্ভুক্ত দ্রব্যকে নিম্নরুপ কয়েকটি ভাগে বিভক্ত করা হয় । যথা-
- ব্যক্তিগত দ্রব্য ()
- গণদ্রব্য বা সামাজিক দ্রব্য ()
- অপূর্ণাঙ্গ গণদ্রব্য বা মিশ্র দ্রব্য ()
- গুণগত দ্রব্য ()
Book reference
liyakot ali sir
public finance
1st chapter
0 মন্তব্যসমূহ