বাজেটের স্লোগান- “সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’’
(১) ২০১৯-২০ অর্থবছরে বাজেট- ৪৮তম
(২) বাংলদেশে অন্তর্বতীকালীন বাজেটসহ মোট বাজেট- ৪৯তম [১৯৯৬-৯৭ সহ]
(৩) বাংলাদেশে অর্থবছর মোট-৪৯টি
(৪) একই সাথে ২ অর্থবছরের বাজেট উথাপিত হয়- ১৯৭২ সালে (১৯৭২-৭৩ ও ১৯৭৩-৭৪ অর্থবছরে বাজেট পেশ হয়)
(৫) প্রথমবারের মত প্রধানমন্ত্রী হিসেবে বাজেট উথাপিত করেন -শেখ হাসিনা (২০১৯-২০২০ বাজেট)
(৬) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের- ১ম বাজেট
(৭) বর্তমান সরকারের - ১১তম বাজেট
(৮) বাজেট পেশ করেন- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
(৯) ২০১৯-২০ বাজেট উথাপিত হয়- ১৩ জুন ২০১৯, রোজ বৃহস্পতিবার
(১০) বাজেট পাশ হয়- ৩০ জুন, ২০১৯
(১১) বাজেট কার্যকর হয়- ১ জুলাই, ২০১৯
(১২) বাজেটের অর্থবছর-১ জুলাই থেকে ৩০ জুন
(১৩) মোট বাজেট-৫,২৩,১৯০ কোটি টাকা
(১৪) সামগ্রিক আয়- ৩,৮১,৯৭৮ কোটি টাকা
(১৫) সামগ্রিক ঘাটতি (অনুদানসহ) - ১,৪১,২১২ কোটি টাকা
(১৬) সামগ্রিক ঘাটতি (অনুদান ব্যতিত) - ১,৪৫,৩৮০ কোটি টাকা
(১৭) মোট রাজস্ব আয় - ৩,৭৭,৮১০ কোটি টাকা
(১৮) বার্ষিক উন্নয় কর্মসূচি (ADP) - ২,২,৭২১ কোটি টাকা
(১৯) জিডিপি প্রবৃদ্ধির হার - ৮.২%
(২০) মুদ্রাস্ফিতির লক্ষ্য - ৫.৫%
(২১) ভ্যাটের স্তর - ৪ টি [৫%, ৭.৫%, ১০%, ১৫%]
(২২) ভ্যাট নাই - ৫০ লাখ টাকা পর্যন্ত লেনদেনে
(২৩) নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন কার্যকর হবে - ১ জুলাই ২০১৯ থেকে
(২৪) মাথাপিছু বরাদ্দ - ৩২,৩৫৫ টাকা
(২৫) মাথাপিছু আয় (প্রেক্ষপন) - ২,১৭৩ ডলার
(২৬) মাথাপিছু ঘাটতি - ৮,৯৯০ টাকা
(২৭) মুক্তিযুদ্ধ ভাতা - ১২,০০০ টাকা
ব্যয়ের খাতঃ
(ক) শিক্ষা ও প্রযুক্তি খাতে - ৭৯,৪৮৬ কোটি টাকা (মোট বাজেটের ১৫.২%)
(খ) জনপ্রশাসন খাতে - ৯৬,৪৭০ কোটি টাকা (মোট বাজেটের ১৮.৫%)
(গ) পরিবহন ও যোগাযোগ খাতে - ৬৪,৮২০ কোটি টাকা (মোট বাজেটের ১২.৪%)
আয়ের খাতঃ
(ক) মূল্য সংযোজন কর (VAT) - ১,২৩,০৬৭ কোটি টাকা (মোট বাজেটের ২৩.৫%)
(খ) আয় ও মুনাফা থেকে কর - ১,১৩,৯১২ কোটি টাকা (মোট বাজেটের ২১.৮%)
(গ) সম্পূরক শুল্ক- ৪৮,১৫৩ কোটি টাকা (মোট বাজেটের ৯.২%)
করমুক্ত আয়সীমাঃ
(ক) সাধারণ ব্যক্তির আয়সীমা- ২,৫০,০০০ টাকা
(খ) মহিলা ও ৬৫ বছরের উর্ধ্ব ব্যক্তি - ৩,০০,০০০ টাকা
(গ) প্রতিবন্ধী ব্যক্তি করদাতা - ৪,০০,০০০ টাকা
(ঘ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযুদ্ধা - ৪,২৫,০০০ টাকা
👉অর্থনৈতিক সমীক্ষা ২০১৯👇
(১) জনসংখ্যা (২০১৮, প্রাক্কলিত)- ১৬ কোটি ৩৭ লক্ষ (১৬৩.৭ মিলিয়ন)
(২) জনসংখ্যা বৃদ্ধির হার, ২০১৭ - ১.৩৭%
(৩) পুরুষ মহিলার অনুপাত, ২০১৭ - ১০০.২ঃ১০০
(৪) জনসংখ্যা ঘনত্ব/বর্গ কিমি - ১১০৩ জন
(৫) স্থুল জন্ম হার, ২০১৭ (১০০০ জনে) - ১৮.৫ জন
(৬) স্থুল মৃত্যুহার (১০০০ জনে) - ৫.১ জন
(৭) এক বছরের কম বয়সী শিশু মৃত্যুহার হার (১০০০ জনে) - ২৪ জন
(৮) প্রত্যাষিত গড় আয়ুষ্কাল, ২০১৭ তে - ৭২ বছর (পুরুষ- ৭০.৬ বছর ও মহিলা - ৭৩.৫ বছর)
(৯) ডাক্তার ও জনসংখ্যার অনুপাত- ১ঃ১৭২৪ জন
(১০) স্বাক্ষরতার হার, ২০১৭ - ৭২ বছর
(১১) দারিদ্রের হার- ২১.৮%
(১২) চরম দারিদ্রের হার- ১১.৩%
(১৩) চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় ( মার্কিন ডলারে)- ১৯০৯ মা. ডলার
(১৪) চলতি মূল্যে মাথাপিছু জিডিপি (মা. ডলারে)- ১৮২৭ মা. ডলার
(১৫) স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার- ৮.১৩%
(১৬) মোট শ্রমশক্তির শতকরা হারঃ
(ক) কৃষি- ৪০.৬%
(খ) শিল্প- ২০.৪%
(গ) সেবা- ৩৯%
(১৭) মূল্যস্ফীতি গড় (জুলাই-মার্চ, ২০১৯)- ৫.৪৪%
(১৮) মোট ব্যংকের সংখ্যা- ৫৯ টি
(ক) রাষ্ট্র মালিকানাধীন - ৬ টি
(খ) বিশেষায়িত- ৩ টি
(গ) বেসরকারি- ৪১ টি
(ঘ) বৈদেশিক- ৯ টি
(ঙ) আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক বহির্ভূত)- ৩৪ টি
(১৯) খাত সমূহের অবদানঃ
(ক) কৃষি- ১৩.৬০%
(খ) শিল্প- ৩৫.১৪%
(গ) সেবা- ৫১.২৬%
(২০) বর্তমানে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে দেশের মোট জনগনের- ৯৩%
তথ্য সংগ্রহঃ
ফেসবুক ফেইজ
M.C.Q সাধারণ জ্ঞান বাংলাদেশ ও বিশ্ব থেকে
- Home-icon
- টপ-১০
- বাজেট
- _বাজেট ২০২০-২১
- _বাজেট ২০১৯-২০
- সাম্প্রতিক প্রশ্ন
- সাধারণ জ্ঞান
- বই সমূহ
- _সমাজবিজ্ঞান পরিচিতি (১ম বর্ষ)
- _সামষ্টিক অর্থনীতি (১ম বর্ষ)
- __১মঃ ভুমিকা
- __২য়ঃ জাতীয় আয় ও হিসাব
- __৩য়ঃ ভোগ এবং সঞ্চয় অপেক্ষক
- __৪র্থঃ বিনিয়োগ অপেক্ষক
- __৫মঃ মুদ্রাস্ফীতি
- __৬ষ্ঠঃ অর্থ এবং আর্থিক নীতি
- __৭মঃ নিয়োগ
- _সরকারি অর্থব্যবস্থা
- _গাণিতিক অর্থনীতি (১ম বর্ষ)
- __১মঃ কতিপয় গুরুত্বপূর্ণ ধারণার পর্যালোচনা
- __২য়ঃ সেটের ধারণাসমূহ
- __৩য়ঃ প্রাথমিক স্থিতিশীল বিশ্লেষণঃ
- __৪র্থঃ অপেক্ষক সীমা এবং অবিচ্ছিন্নতা
- __৫মঃ সমীকরণ পদ্ধতি
- __৬ষ্ঠঃ জ্যামিতি
- __৭মঃ প্রাথমিক অন্তরকলন
- সাজেশন্স
- _১ম বর্ষ
- __সেশন 2020-21
- __সেশন 2019-20
- _২য় বর্ষ
- _৩য় বর্ষ
- _৪র্থ বর্ষ
- _মাস্টার্স
- প্রশ্ন সমাধান
- প্রশ্ন সমূহ
- _প্রথম বর্ষ
- __সেশনঃ 2019 - 20
- __সেশনঃ 2018 - 19
- __সেশনঃ 2017 - 18
- __সেশনঃ 2016 - 17
- __সেশনঃ 2015 - 16
- __সেশনঃ 2014 - 15
- __সেশনঃ 2013 - 14
- __সেশনঃ 2012 - 13
- __সেশনঃ 2011 - 12
- __সেশনঃ 2010 - 11
- _দ্বিতীয় বর্ষ
- __Exam 2017
- __Exam 2016
- __Exam 2015
- __Exam 2014
- __Exam 2013
- _চতুর্থ বর্ষ
- __Exam 2018
- __DU Exam 2017
- __Exam 2017
- __Exam 2016
- __Exam 2015
- __Exam 2014
- __Exam 2013
0 মন্তব্যসমূহ