Ticker

6/recent/ticker-posts

সামষ্টিক অর্থ নীতি (১ম বর্ষ ) ২য় অধ্যায়ঃ জাতীয় আয় ও হিসাব ।

জাতীয় আয় কাকে বলে?
উত্তরঃ একটি নির্দিষ্ট সময়ে (সাধারনত এক বছরে) একটি দেশের সকল জনগন তাদের প্রাকৃতিক সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে যে পরিমান চূড়ান্ত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে।
জাতীয় আয়ের বৈশিষ্ট্যগুলো কি? 
উত্তরঃ জাতীয় আয়ের নিম্মোক্ত বৈশিষ্ট্যগুলো থাকতে হবে।
১) জাতীয় আয় কোন নির্দিষ্ট সময়ে গণনা করতে হবে।
২) উৎপাদিত পণ্য ও সেবা অবশ্যই অর্থনৈতিক কর্মকান্ডের ফল হতে হবে।
৩) পণ্য ও সেবার আর্থিক মূল্য বা বাজার দাম থাকতে হবে।
মোট জাতীয় উৎপাদন (GNP) কাকে বলে?
উত্তরঃ কোন নির্দিষ্ট সময়ে (সাধারনত এক বছরে ) দেশের জনগন কতৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় মোট জাতীয় উৎপাদন (GNP) ।
GNP এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Gross national product অর্থাৎ মোট জাতীয় উৎপাদন।
GNP Gap বা ব্যবধান কাকে বলে?
উত্তরঃ সম্ভাব্য GNP এবং বাস্তব GNP এর ব্যবধানকে GNP Gap / ব্যবধান বলা হয়।
NNP- এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Net National Product অর্থাৎ নিট জাতীয় উৎপাদন।
NNP এর সূত্রটি লেখ।
উত্তরঃ NNP = GNP - CCA
CCA এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Capital Consumption Allowance. (মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়)
GDP এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Gross Domestic Product (মোট দেশজ/অভ্যন্তরীণ উৎপাদন) ।
NDP ( নিট দেশজ উৎপাদন) বের করার সূত্রটি কি?
উত্তরঃ NDP = GDP - CCA ( Net Domestic Product =  Gross Domestic product - Capital Consumption Allowance)
মোট দেশজ উৎপাদন (GDP) কি?
উত্তরঃ একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি ও বিদেশি নাগরিকগন যে পরিমান দ্রব্য ও সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন  (GDP) বলে।
অর্থনীতির প্রধান দুটি খাত কি কি ? 
উত্তরঃ ১) আর্থিক খাত ২) প্রকৃত খাত।
GNP ও GDP কখন সমান হতে পারে? 
উত্তরঃ NFI = 0 হলে GNP = GDP হবে।
নীট রপ্তানি কি? 
উত্তরঃ আমদানী ও রপ্তানির ব্যবধানকে নীট রপ্তানী বলে।
ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়ের চারঘাত বিশিষ্ট সমীকরণটি লিখ।
উত্তরঃ Y = C + I + G + (X - M)
Leake age কি?
উত্তরঃ জাতীয় আয়ের চক্রাকার প্রবাহে কিছু আয় মূল প্রবাহ হতে বেরিয়ে যায় একে Leake age বলে।
CCA বা মূলধনের ব্যবহারজনিত ব্যয় কি?
উত্তরঃ উৎপাদন প্রক্রিয়া বজায় রাখার জন্য প্রতি বছর পুরাতন যন্তপাতি এবং সরঞ্জাম মেরামত অথবা প্রতিস্থাপনে যে ব্যয় হয় তাকে CCA বা মূলধনের ব্যবহারজনিত ব্যয় বলে । 
NNP = 1200, CCA = 200, হলে GNP = কত?
উত্তরঃ GNP = NNP + CCA = 1200 + 200 = 1400
NEW এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Net Economic Welfare.
পরিবারসমূহের আয় দ্রব্য ব্যবহারের মাধ্যমে ফার্মে প্রবেশ করলে এটিকে কি প্রবাহ বলা হয়?
উত্তরঃ এটিকে ব্যয় প্রবাহ বা আর্থিক প্রবাহ বলা হয় ।
মুক্ত অর্থনীতিতে জাতীয় আয়ের আগমন ও নির্গমন চলকগুলো কি? 
উত্তরঃ আগমন চলকগুলো হচ্ছে I, G, X এবং নির্গমন চলকগুলো হয় S, T, M
অবসর ভাতা, বেকার ভাতা, সাহায্য ইত্যাদি হল-
উত্তরঃ অবসর ভাতা, বেকার ভাতা, সাহায্য ইত্যাদি হল- হস্তান্তর ব্যয়।
জাতীয় আয়ের চক্রাকার প্রবাহে কত ধরনের বাজার থাকে ও কি কি? 
উত্তরঃ ২ ধরনের বাজার থাকে। যথা- ক) উপকরন বাজার খ) দ্রব্য বাজার ।
তিন সেক্টর বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় নির্ধারনী মডেল লিখ।
উত্তরঃ Y = GNP = C + I + G
স্থির দামে জাতীয় আয় কি?
উত্তরঃ একটি নির্দিষ্ট বছরে উৎপাদিত পন্য ও সেবার পরিমাণকে অতীতের কোন ভিত্তি বছরের গড় দাম কিংবা দামস্তর দ্বারা গুণ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় স্থির দামে জাতীয় আয়। 
উপকরন দামে জাতীয় আয় কাকে বলে?
উত্তরঃ একটি নির্দিষ্ট সময়ে (সাধারনত এক বছরে) একটি দেশের উৎপাদন কার্যে নিয়োজিত সকল উপকরনের প্রাপ্ত আয়ের যোগফলকে উপকরন দামে জাতীয় আয় বলে। 
ব্যক্তিগত আয় (PI) কাকে বলে? Personal Income
উত্তরঃ একটি নির্দিষ্ট সময়ে (সাধারনত এক বছরে) একটি দেশের সকল পরিবার ও নাগরিকের আয়ের সমষ্টিকে ব্যক্তিগত আয় বলে। 
ব্যয়যোগ্য আয় (DI) কাকে বলে? Disposable Income
উত্তরঃ ব্যক্তিগত আয় থেকে কর এবং কর ছাড়া অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিলে অবশিষ্ট যা থাকে  তাকে ব্যয়যোগ্য আয় বলে।
বাস্তব GNP কি?
উত্তরঃ একটি নির্দিষ্ট সময়ে (সাধারনত এক বছরে) দেশের সকল উপকরনসমূহ উৎপাদন কার্যে নিয়োজিত থেকে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় বাস্তব GNP ।
লুক্কায়িত GNP কি?
উত্তরঃ GNP হিসাবের ক্ষেত্রে অনেক সময় সঠিক তথ্যের অভাবে অনেক পণ্য ও সেবার আর্থিক মূল্য গণনা থেকে বাদ পেড়ে যায়। এরূপ বাদ পড়ে যাওয়া দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় লুক্কায়িত GNP
নীট জাতীয় উৎপাদন (NNP) কি? 
উত্তরঃ মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনী যন্ত্রপাতির ক্ষয়ক্ষতিজনিত খরচ বা অবচয় ব্যয় বাদ দিলে যা পাওয়া যায়, তাকে বলা হয় নীট জাতীয় উৎপাদন (NNP)
GNP Deflator কি? 
উত্তরঃ কোন নির্দিষ্ট বৎসরের আর্থিক GNP কে প্রকৃত GNP দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় GNP Deflator।
জাতীয় আয় একটি কি ধারনা?
উত্তরঃ প্রবাহ ধারনা।
ওকান বিধি অনুসারে বেকারত্ব 1% কমাতে হলে প্রকৃত GNP বৃদ্ধির হার কত? 
উত্তরঃ প্রকৃত GNP 3% বাড়াতে হবে।
প্রবৃদ্ধি ও বেকারত্ব হারের মধ্যকার সম্পর্ক কোন বিধিতে আলোচনা করা হয়? 
উত্তরঃ ওকান বিধিতে।
Potential GNP ও বাস্তব GNP পরস্পর সমান হলে অর্থনীতিতে কি ধরনের বেকারত্ব বিরাজ করে? 
উত্তরঃ ইচ্ছাকৃত বেকারত্ব ও সংঘাতমূলক বেকারত্ব।
হস্তান্তরিত পাওনা জাতীয় আয়ের হিসাবে কি ধরা হয়? 
উত্তরঃ জাতীয় আয়ের হিসাবে ধরা হয় না।
আয় প্রবাহ থেকে নির্গমনকে বলা হয়? 
উত্তরঃ লিকেজ।
জাতীয় আয় গণনার পদ্ধতি কয়টি ও কি কি? 
উত্তরঃ প্রধানত তিনটি। যথা- ১) উৎপাদন ২) আয় ৩) ব্যয় পদ্ধতি।
মাথাপিছু আয় বের করার সুত্র-
উত্তরঃ 
জাতীয় আয়ের চক্রকার প্রবাহ কয় প্রকার ও কি কি? 
উত্তরঃ দু’ভাগে ভাগ করা যায়। যথা- ক) প্রকৃত প্রবাহ খ) আর্থিক প্রবাহ।
প্রকৃত প্রবাহ কয় প্রকার? 
উত্তরঃ দু’ভাগে ভাগ করা যায়। যথা- ক) দ্রব্য ও সেবা প্রবাহ/Output flow  খ) উপকরণ প্রবাহ/Input flow
আর্থিক প্রবাহ কয় প্রকার ও কি কি? 
উত্তরঃ দু’ভাগে ভাগ করা যায়। যথা- ক) আর্থিক আয় প্রবাহ/Income flow। খ) ব্যয় প্রবাহ/Expenditure flow
দ্বৈত গণনা সমস্যা কি? 
উত্তরঃ জাতীয় আয় গণনার সময় একই দ্রব্য দুইবার কিংবা তার চেয়ে বেশি সংখ্যকবার গণনার অন্তভুর্ক্ত করা হলে যে হিসাবগত জাতীয় আয় পাওয়া যাবে তা প্রকৃত জাতীয় আয়ের চেয়ে অনেক বেশি হবে। এটি জাতীয় আয়ের দ্বৈত গণনা সমস্যা হিসেবে চিহ্নিত।
অর্থনীতিতে সাধারণত দ্রব্য কয় প্রকার ও কি কি? 
উত্তরঃ তিন ধরনেরঃ ক) প্রাথমিক দ্রব্য  খ) মাধ্যমিক দ্রব্য  গ) চূড়ান্ত দ্রব্য।
দ্বৈত গণনার সমস্যা সমাধানের কয়টি পদ্ধতি রয়েছে? 
উত্তরঃ দুটি পদ্ধতি রয়েছে। যথা- ক) চূড়ান্ত উৎপাদন পদ্ধতি ও খ) মূল্য সংযোজন পদ্ধতি।
CPI কাকে বলে? 
উত্তরঃ CPI হল ভোক্তার মূল্য সূচক- যা কতিপয় দ্রব্য ও সেবা ক্রয়ের ব্যয় পরিমাপ করে। যে সূচকের দ্বারা দ্রব্য ও সেবাসামগ্রী ক্রয়ের ব্যয়ের পরিমাণ প্রকাশ করে তাকে CPI (Consumer's price index) বলে।
ভারসাম্য জাতীয় আয় কাকে বলে? 
উত্তরঃ সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের সমতার মাধ্যমে যে আয়স্তর অর্জিত হয় তাকে বলা হয় ভারসাম্য জাতীয় আয়।
হস্তান্তর পাওনা কাকে বলে? 
উত্তরঃ যে পাওনা হাত বদলের মাধ্যমে হয় তাকে হস্তান্তর পাওনা বলে।
উপকরন প্রবাহ কি? 
উত্তরঃ পারিবারিক খাত থেকে ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন তথা উৎপাদনের উপকরন যে উৎপাদন ক্ষেত্রে যায় তাকে উপকরন প্রবাহ বলে।
দাম সূচক কি? 
উত্তরঃ 
আয় প্রবাহ কাকে বলে? 
উত্তরঃ পারিবারিক খাত উপকরণ প্রবাহ থেকে যে আয় পায় অর্থাৎ মজুরী, খাজনা, সুদ ও মুনাফা আকারে যে আয় পায় তাকে আয় প্রবাহ বলে।
নীট অর্থনৈতিক কল্যাণ (NEW) কি? 
উত্তরঃ আধুনিক অর্থনীতিবিদগণ GNP এর হিসাবে কিছুটা সংযোজন-বিয়োজন করে GNP এর অর্থবহ পরিমাপক নির্ণয়ের চেষ্টা করেছেন যা সামষ্টিক অর্থনীতিতে নীট অর্থনৈতিক কল্যাণ (NEW) নামে পরিচিত।
আয়ের সাথে সঞ্চয়ের সম্পর্ক কি? 
উত্তরঃ ধনাত্মক।
জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলোর নাম লিখ।
উত্তরঃ ক) মোট উৎপাদন পদ্ধতি খ) আয় ও গ) ব্যয় পদ্ধতি।
মুক্ত অর্থনীতি কি? 
উত্তরঃ মুক্ত অর্থনীতি বলতে সেই অর্থনীতিকে বোঝায় যেখানে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ থাকে না, বাজারের মাধ্যমে সমস্যার সমাধান করা হয় ।
জাতীয় আয় পরিমাপের মধ্যবর্তী সংজ্ঞা দাও
উত্তরঃ যে সকল দ্রব্য সরাসরি ভোগে ব্যবহৃত না হয়ে চূড়ান্ত দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয় সে সকল দ্রব্যকে মধ্যবর্তী দ্রব্য বলে।
ব্যক্তিগত আয় থেকে কিভাবে ব্যয়যোগ্য আয় নির্ণয় করা হয়? 
উত্তরঃ ব্যক্তিগত আয় হতে প্রত্যক্ষ কর ও অন্যান্য আনুষাঙ্গিক ব্যয় বাদ দিলে ব্যয়যোগ্য আয় পাওয়া যায়।
সম্ভাব্য বা প্রত্যাশিত GNP কি? 
উত্তরঃ কোন নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) উৎপাদনের উপকরনসমূহ যথাযথ দক্ষতার সাথে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রি উৎপাদিত হবে বলে প্রত্যাশা করা হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় সম্ভাব্য বা প্রত্যাশিত GNP।
GNP কখন GDP অপেক্ষা বড় হয়?
উত্তরঃ যদি রপ্তানি X  > M আমদানি হয় তখন GDP অপেক্ষা GNP বড় হয়।



বিঃদ্রঃ অর্থনীতি সর্ম্পকে জানতে ভিজিট করুন  https://www.economicsbd.com/ এই ওয়েব সাইটে।
কোথাও কোন ভুল হয়ে থাকলে বা যুক্ত করার প্রয়োজন মনে করলে কমেন্ট করার অনুরোধ  রইলো। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ