Ticker

6/recent/ticker-posts

ব্যষ্টিক অর্থনীতি (১ম বর্ষ ) ৩য় অধ্যায়ঃ চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা

Elasticity of supply and demand

চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে?
উত্তরঃ কোন দ্রব্যের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন ঘটে, তাদের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে।
অস্থিতিস্থাপক চাহিদা কি?
উত্তরঃ যখন কোন দ্রব্যের ক্ষেত্রে দামের কিছুটা পরিবর্তন হলেও চাহিদার খুব একটা পরিবর্তন হয় না তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। অর্থ্যাৎ দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন কম হলে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে।
চাহিদার স্থিতিস্থাপকতা মূলত কত প্রকার ও কি কি?
উত্তরঃ তিন প্রকার। ১) দাম স্থিতিস্থাপকতা, ২) আয় স্থিতিস্থাপকতা ৩) আড়াআড়ি স্থিতিস্থাপকতা।
চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র লেখ-
উত্তরঃ চাহিদার দাম স্থিতিস্থাপকতা = 
 
চাল, লবণ, তৈল, বস্ত্র প্রভৃতি প্রয়োজনীয় দ্রব্যের স্থিতিস্থাপকতা কি ধরনের?
উত্তরঃ অস্থিতিস্থাপকতা।
চাহিদার স্থিতিস্থাপকতা কিসের উপর নির্ভরশীল? 
উত্তরঃ দ্রব্যের প্রকৃতির উপর।
চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে? 
উত্তরঃ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তনের সাড়া দেওয়ার মাত্রাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে।
চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রবর্তক কে? 
উত্তরঃ অধ্যাপক মার্শাল।
চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত প্রকার ও কি কি? 
উত্তরঃ ৫ প্রকার । যথা- ১) একক স্থিতিস্থাপকতা, ২) এককের বেশি স্থিতিস্থাপকতা, ৩) এককের কম স্থিতিস্থাপকতা, ৪) শূন্য স্থিতিস্থাপকতা, ৫) অসীম স্থিতিস্থাপকতা।
সিগারেটের চাহিদার স্থিতিস্থাপকতা কেমন? 
উত্তরঃ এককের চেয়ে কম।
চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটি লেখ?
উত্তরঃ দাম স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রটি = 
এখানে , Ep  = চাহিদার দাম স্থিতিস্থাপকতা।
ΔQ =  চাহিদার পরিবর্তনের পরিমাপ
ΔP =  দামের পরিবর্তনের পরিমাপ
p = প্রথমিক দাম
Q =  প্রাথমিক চাহিদা।
মূল বিন্দু থেকে উথিত সরল রৈখিক যোগান রেখার স্থিতিস্থাপকতা কত?
উত্তরঃ  একের সমান।
দুটি দ্রব্যের  আড়াআড়ি স্থিতিস্থাপকতা মান কখন ঋণাত্মক হবে? 
উত্তরঃ যখন দ্রব্যদ্বয় পরিপূরক হবে।
একটি সরলরৈখিক চাহিদা রেখার মধ্যখানের বিন্দুতে স্থিতিস্থাপকতার মান কত? 
উত্তরঃ একের সমান।
গিফেন পণ্যের ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতা কেমন হয়? 
উত্তরঃ ঋণাত্মক।
বৃত্তচাপ স্থিতিস্থাপকতা কাকে বলে? 
উত্তরঃ দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমানের যে শতকরা পরিবর্তন হয় তা যখন চাহিদা রেখার একটি নির্দিষ্ট অংশে পরিমাপ করা হয় তখন তাকে বৃত্তচাপ স্থিতিস্থাপকতা বলে।
দুটি স্থিতিস্থাপক পণ্যের নাম লিখ? 
উত্তরঃ প্রাইভেট কার, গহনা।
চাহিদার আয় স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও।
উত্তরঃ ভোক্তার আর্থিক আয়ের আপেক্ষিক পরিবর্তন এবং চাহিদার আপেক্ষিক পরিবর্তনের অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে।
চাহিদার আয় স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রটি লিখ? 
উত্তরঃ আয় স্থিতিস্থাপকতার পরিমাপের সূত্রটি হল- 
চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও
উত্তরঃ সম্পর্কিত দ্রব্যের ক্ষেত্রে কোন একটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন ঘটে তাকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে।
যোগান স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও-
উত্তরঃ কোন দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক পরিবর্তন ঘটে, তাদের অনুপাতকে যোগান স্থিতিস্থাপকতা বলে।
যোগান স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রটি লিখ=
উত্তরঃ 
যোগান স্থিতিস্থাপকতা কত প্রকার? 
উত্তরঃ ৫ প্রকার। ১) Es = 1, ২) Es > 1, ৩) Es < 1, ৪) Es = α, ৫) Es = 0
কোন ধরনের চাহিদা রেখার সকল বিন্দুর স্থিতিস্থাপকতা একের সমান হয়? 
উত্তরঃ সমপরাবৃত্তকার চাহিদা রেখায়।
স্থিতিস্থাপকতার ভিত্তিতে যোগানকে কয় ভাগে ভাগ করা যায়? 
উত্তরঃ দুই ভাগে। যথা- ১) স্থিতিস্থাপক যোগান ২) অস্থিতিস্থাপক যোগান।
স্থিতিস্থাপক যোগান কি? 
উত্তরঃ দামের পরিবর্তনের হার অপেক্ষা যোগানের  পরিবর্তনের হার বেশি হলে তাকে স্থিতিস্থাপক যোগান বলে।
সম্পর্কহীন দুটি দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান কত?
উত্তরঃ স্থিতিস্থাপকতার মান শূণ্য।
পরিবর্তক দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা কিরূপ? 
উত্তরঃ ধনাত্মক
অস্থিতিস্থাপক যোগান কি?
উত্তরঃ দামের পরিবর্তনের হার অপেক্ষা যোগানের পরিবর্তনের হার কম হলে তাকে অস্থিতিস্থাপক যোগান বলে।
স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদাকে কয় ভাগে ভাগ করা যায়? 
উত্তরঃ দুই ভাগে। যথা- ১) স্থিতিস্থাপক চাহিদা ২) অস্থিতিস্থাপক চাহিদা।
আড়াআড়ি স্থিতিস্থাপকতা কত প্রকার ও কি কি?
উত্তরঃ তিন প্রকার। যথা- ১) ধনাত্মক আড়াআড়ি স্থিতিস্থাপকতা। ২) ঋণাত্মক আড়াআড়ি স্থিতিস্থাপকতা, ৩) শূন্য আড়াআড়ি স্থিতিস্থাপকতা।
চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রটি লিখ।
উত্তরঃ 
অতি স্বল্পমেয়াদি সময়ে দ্রব্যের যোগান কি রকম থাকে? 
উত্তরঃ সম্পূর্ন স্থির থাকে।
অতি স্বল্পমেয়াদি বাজারের যোগান রেখা কিরূপ হয়? 
উত্তরঃ লম্ব অক্ষের সমান্তরাল হয়।
মাছ, তরি তরকারি, শাক-সবজি প্রভৃতি পচনশীল দ্রব্যের বাজারকে কি বলে? 
উত্তরঃ অতি স্বল্পকালীন বাজার।
দাম ও চাহিদার আপেক্ষিক পরিবর্তন সমান হলে তাকে কোন ধরনের স্থিতিস্থাপকতা বলে? 
উত্তরঃ একক স্থিতিস্থাপকতা।
দামের সামান্য বা শূন্য পরিবর্তনে চাহিদা ব্যাপক পরিবর্তন হলে কোন ধরনের স্থিতিস্থাপকতা হয়? 
উত্তরঃ অসীম স্থিতিস্থাপকতা।
শূন্য স্থিতিস্থাপকতা কি? 
উত্তরঃ দামের ব্যাপক পরিবর্তন হলেও চাহিদার কোন পরিবর্তন না হলে তাকে শূন্য স্থিতিস্থাপকতা বলে।
যোগান স্থিতিস্থাপকতা কি? 
উত্তরঃ দামের পরিবর্তনের ফলে কোন দ্রব্যের যোগানের পরিমান যে হারে সাড়া দেয় তাকে যোগানের স্থিতিস্থাপকতা বলে।
কৃষিজাত পণ্য, মূল্যজাত পণ্যের যোগান কিরূপ হয়? 
উত্তরঃ লম্ব অক্ষের সমান্তরাল ।


বিঃদ্রঃ অর্থনীতি সর্ম্পকে জানতে ভিজিট করুন  www.economicsbd.com/ এই ওয়েব সাইটে।
কোথাও কোন ভুল হয়ে থাকলে বা যুক্ত করার প্রয়োজন মনে করলে কমেন্ট করার অনুরোধ  রইলো।
 
ব্যষ্টিক অর্থনীতি (১ম বর্ষ ) ৩য় অধ্যায়ঃ চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ








  1. এইচএসসি পরীক্ষার অর্থনীতি ১ম পএ উত্তর লাগবে ভাই দয়া করে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জি অবশ্যই। অধ্যায় ভিত্তিক সাজানো উত্ততর দেওয়া হবে। ইনশাআল্লাহ

      মুছুন