জাতীয় বাজেট ২০২০-২১ অর্থবছর
বাজেট হাইলাইটস 👇
(২) বাজেট: ৫০ তম।
(৩) ঘোষনাঃ ১১ জুন ২০২০।
(৪) ঘোষকঃ অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল।
(৫) পাসঃ ৩০ জুন ২০২০।
(৬) কার্যকরঃ ১ জুলাই ২০২০।
(৭) মোট বাজেটঃ ৫,৬৮,০০০ কোটি টাকা (জিডিপি’র ১৭.৯১%
(৮) সামগ্রিক আয় (রাজস্ব ও অনুদানসহ)ঃ ৩,৮২,০১৩ কোটি টাকা (জিডিপি’র ১২.০৪ % ; বাজেটের ৬৭.২৬%
রাজস্ব আয়ঃ ৩,৭৮,০০০ কোটি টাকা (জিডিপি’র ১১.৯২%; বাজেটের ৬৬.৫৫%)
বৈদেশিক অনুদানঃ ৪,০১৩ কোটি টাকা ( জিডিপি’র ০.১৩%; বাজেটের ০.৭১%)
(৯) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) : ২,০৫,১৪৫ কোটি টাকা ( জিডিপি’র ৬.৪৭%; বাজেটের ৩৬.১২%)
(১০) মোট ব্যয়ঃ ৫,৬৮,০০০ কোটি টাকা ( জিডিপির ১৭.৯১%)
ব্যয়ের মধ্যে রয়েছে পরিচালনা ব্যয় (আবর্তক ও মূলধন ব্যয়), খাদ্য হিসাব, ঋন ও অগ্রীম (নীট) এবং উন্নয়ন ব্যয়।
(১১) সামগ্রিক ঘাটতি (অনুদানসহ) : ১,৮৫,৯৮৭ কোটি টাকা (জিডিপি’র ৫.৮৭% ও বাজেটের ৩২.৭৫%)
(১২) সামগ্রিক ঘাটতি ( অনুদান ব্যতীত) : ১,৯০,০০০ কোটি টাকা ( জিডিপি’র ৬.০% ও বাজেটের ৩৩.৪৫%)
(১৩) অর্থসংস্থান: ১,৮৫,৯৮৭ কোটি টাকা।
(১৪) বৈদেশিক ঋণ (নীট) : ৭৬,০০৪ কোটি টাকা (জিডিপি’র ২.৪০% ও বাজেটের ১৩.৩৮%)
(১৫) অভ্যন্তরীণ ঋণ: ১,০৯,৯৮৩ কোটি টাকা (জিডিপি’র ৩.৪৭% ও বাজেটের ১৯.৩৭% )
(১৬) মোট জিডিপি: ৩১,৭১,৮০০ কোটি টাকা।
অনুমিত বিষয়:
জিডিপিঃ ৮.২%
মূল্যস্ফীতিঃ ৫.৪%
সর্বোচ্চ বরাদ্দ 👇
জনপ্রশাসন খাতেঃ ১,১৩,১৬০ কোটি টাকা ( মোট বাজেটের ১৯.৯%)
শিক্ষা ও প্রযুক্তিখাতে বরাদ্দঃ ৮৫,৭৬২ কোটি টাকা (মোট বাজেটের ১৫.১%)
মাথাপিছু বরাদ্দঃ ৩৫,১২৬ টাকা
মাথাপিছু এডিপি’র বরাদ্দঃ ১২,৬৮৬ টাকা
মাথাপিছু ঘাটতিঃ ১১,৫০১ টাকা
মাথাপিছু আয় (প্রক্ষেপণ): ২,৩২৬ ডলার
(ADP = annual development program বার্ষিক উন্নয়ন কর্মসূচি)
এডিপিতে সবোর্চ বরাদ্দপ্রাপ্ত 👇
৫প্রকল্প (বরাদ্দ ৩৮,৪৭৩) কোটি টাকা।
(১) রূপপুর পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ১৫,৬৯১ কোটি টাকা।
(২) স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি উন্নয়ন ৮,৩৭২ কোটি টাকা।
(৩) চতুর্থপ্রথমিক শিক্ষা উন্নয়ন ৫,০৪০ কোটি টাকা।
(৪) পদ্মা সেতু ৫,০০০ কোটি টাকা।
(৫) মেট্রোরেল ৪,৩৭০ কোটি টাকা।
মোট বাজেট ৫,৬৮,০০০ কোটি টাকা যে খাত গুলোতে ব্যয় করা হবে । অর্থ্যাৎ সম্পদের ব্যবহার। 👇
(১) জনপ্রশাসনঃ ১,১৩,১৬০ কোটি টাকা (বাজেটের ১৯.৯%)
(২) শিক্ষা ও প্রযুক্তিঃ ৮৫,৭৬২ কোটি টাকা ( বাজেটের ১৫.১% )
(৩) পরিবহন ও যোগাযোগঃ ৬৪,৫৮০ কোটি টাকা (বাজেটের ১১.৪%)
(৪) সুদ পরিশোধঃ ৬৩,৮০১ কোটি টাকা (বাজেটের ১১.২ %)
(৫) স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নঃ ৩৯,৫৭৩ কোটি টাকা (বাজেটের ৭.০%)
(৬) প্রতিরক্ষা ঃ ৩৪,৪২৭ কোটি টাকা (বাজেটের ৬.১%)
(৭) সামাজিক নিরাপত্তা ও কল্যাণঃ ৩১,৫৯৯ কোটি টাকা ( বাজেটের ৫.৬%)
(৮) কৃষিঃ ২৯,৯৮১ কোটি টাকা ( বাজেটের ৫.৩%)
(৯) স্বাস্থ্যঃ ২৯,২৪৭ কোটি টাকা (বাজেটের ৫.১%)
(১০) জনশৃঙ্খলা ও নিরাপত্তাঃ ২৮,৬৭০ কোটি টাকা (বাজেটের ৫.০%)
(১১) জ্বালানি ও বিদ্যুৎঃ ২৬,৭৫৮ কোটি টাকা (বাজেটের ৪.৭%)
(১২) গৃহায়নঃ ৬,৯৩৭ কোটি টাকা (বাজেটের ১.২%)
(১৩) বিনোদন, সংস্কৃতি ও ধর্মঃ ৪,৭৯০ কোটি টাকা (বাজেটের ০.৯%)
(১৪) শিল্প ও অর্থনৈতিক সার্ভিসঃ ৩,৯৩৮ কোটি টাকা (বাজেটের ০.৭%)
(১৫) বিবিধঃ ৪,৭৭৭ কোটি টাকা (বাজেটের ০.৮%)
মোট বাজেট ৫,৬৮,০০০ কোটি টাকা যে খাতগুলো থেকে আসবে 👇
করসমূহ
(১) মূল্যসংযোজন কর (VAT): ১,২৫,১৬২ কোটি টাকা। (বাজেটের ২২.০%)
(২) আয়,মুনাফা ও মূলধনের ওপর কর: ১,০৩,৯৪৫ কোটি টাকা ( বাজেটের ১৮.৩%)
(৩) সম্পূরক শুল্ক : ৫৭,৮১৫ কোটি টাকা (বাজেটের ১০.২%)
(৪) আমদানি শুল্ক : ৩৭,৮০৭ কোটি টাকা (বাজেটের ৬.৭%)
(৫) NBR’র অন্যান্য কর: ৫,২৭১ কোটি টাকা (বাজেটের ০.৯%)
(৬) NBR (
National Board of Revenue)
বহির্ভূত কর: ১৫,০০০ কোটি টাকা (বাজেটের ২.৬%)(৭) কর ব্যতীত রাজস্ব: ৩৩,০০০ কোটি টাকা (বাজেটের ৫.৮%)
(৮) বিদেশি অনুদান: ৪,০১৩ কোটি টাকা (বাজেটের ০.৭%)
(৯) বিদেশি ঋণ : ৭৬,০০৪ কোটি টাকা (বাজেটের ১৩.৪%)
অভ্যন্তরীণ ঋণ:
(১) ব্যাংক থেকে ঋণ: ৮৪,৯৮০ কোটি টাকা (বাজেটের ১৫.০%)
(২) ব্যাংক বহির্ভূত ঋণ: ২৫,০০৩ কোটি টাকা (বাজেটের ৪,৪%)
বাজেটের আকারে বাংলাদেশ বিশ্বে ৬৪ তম। আন্তর্জাতিক তহবিলের (IMF) তথ্য অনুযায়ী, বিশ্বে বাজেটের আকারে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এবং দ্বীতিয়তে রয়েছে চীন।
৭ মেগাপ্রকল্পে বরাদ্ধ : ৩৪,১১৫ কোটি টাকা 👇
(১) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: ১৫,৬৯১ কোটি টাকা।
(২) পদ্মা সেতু: ৫,০০০ কোটি টাকা।
(৩) মোট্রোরেল: ৪,৩৭০ কোটি টাকা।
(৪) পদ্মা সেতুর রেল সংযোগ: ৩,৮৩৪ কোটি টাকা।
(৫) মাতারবাড়ির কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র: ৩,৩৭০ কোটি টাকা।
(৬) দোহাজারী-ঘুনধুম রেলসংযোগ: ১,৫০০ কোটি টাকা।
(৭) পায়রা গভরি সমুদ্রবন্দর: ৩৫০ কোটি টাকা।
করোনা মোকাবেলায় বরাদ্দ: ১০,০০০ কোটি টাকা।
কৃষিতে ভর্তুকি: ৯.৫০০ কোটি টাকা।
করহার 👇
কোম্পানি করদাতা ব্যতীত অন্যান্য করদাতাদের করমুক্ত আয়ের সীমা 👇
সাধারণ করদাতা: ৩,০০,০০০ টাকা।
মহিলা ও ৬৫ বছর উর্দ্ব করদাতা: ৩,৫০,০০০ টাকা।
প্রতিবন্ধী ব্যক্তি করদাতা: ৪,৫০,০০০ টাকা।
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা: ৪,৭৫,০০০ টাকা।
ব্যক্তিগত নুন্যতম আয়কর 👇
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশন: ৫,০০০ টাকা।
অন্যান্য সিটি কর্পোরেশন: ৪,০০০ টাকা।
অন্যান্য সব পর্যায়ে: ৩,০০০ টাকা।
কোম্পানি করদাতা ব্যতীত অন্যান্য শ্রেণীর করদাতাদের আয়সীমা, করহার এবং করধাপ (আয়স্তর) 👇
করমুক্ত আয়সীমা পরবর্তী ১,০০,০০০ পর্যন্ত (হার ৫%)
করমুক্ত আয়সীমা পরবর্তী ৩,০০,০০০ পর্যন্ত (হার ১০%)
করমুক্ত আয়সীমা পরবর্তী ৪,০০,০০০ পর্যন্ত (হার ১৫%)
করমুক্ত আয়সীমা পরবর্তী ৫,০০,০০০ পর্যন্ত (হার ২০%)
করমুক্ত আয়সীমা অবশিষ্ট আয়ের উপর (হার ২৫%)
পাঁচ বছর পর ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা বিদ্যমান ২,৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০,০০০ টাকা করা হয়।
সর্বোচ্চ করহার ৩০% থেকে কমিয়ে ২৫% এ করা হয়।
#lwyeasin
------------------
************
সেীজন্যেঃ Facebook page: Learn With Yeasin
Youtube: Learn With Yeasin
0 মন্তব্যসমূহ