উত্তরঃ পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার বলতে এমন এক বাজারকে বুঝায় যেখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরকষাকষির েমাধ্যমে কোন পণ্যের মূল্য নির্ধারিত হয়। পূর্ন প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা এবং দ্রব্যটি সমজাতীয় হয়।
প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার ও কি কি ?
উত্তরঃ দুই প্রকার। যথা- ১) পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজার ২) অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দুটি বৈশিষ্ট লিখ।
উত্তরঃ ১) অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে এবং দ্রব্যের প্রতিটি একক সমজাতীয় হয়।
২) P = AR = MR হয়।
পূর্ণ প্রতিযোগি ফার্মের AR রেখাকে কি বলা হয়?
উত্তরঃ চাহিদা রেখা।
পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের AR এবং MR সমান হয় কেন?
উত্তরঃ পূর্ণ প্রতিযোগিমাূলক বাজারে স্থির মূল্যে দ্রব্য কেনাবেচা হয়। তাই বিক্রয় বাড়ানোর সাথে সাথে মোট আয় ও নির্দিষ্ট হারে বাড়ে। এজন্য সংশ্লিষ্ট গড় আয় (AR) ও প্রান্তিক আয় (MR) রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়।
ভারসাম্য বিন্দুতে P > AC হলে কী ধরনের মুনাফা হয়?
উত্তরঃঅস্বাভাবিক মুনাফা হয়।
যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে, তা কোন ধরনের বাজার?
উত্তরঃ পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য শর্ত কোনটি ?
উত্তরঃ MR = MC
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে ফার্ম কোন ধরনের মুনাফা অর্জন করে?
উত্তরঃ স্বাভাবিক মুনাফা।
কোন ধরনের বাজারে ক্রেতা ও বিক্রেতা অবাধে প্রবেশ ও প্রস্থান করতে পারে?
উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদার স্থিতিস্থাপকতা কেমন হয়?
উত্তরঃ সম্পূর্ন স্থিতিস্থাপক হয়।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন অংশকে যোগান রেখা বলা হয়?
উত্তরঃ ফার্মের সর্বনিম্ন AVC এর উপরের MC রেখাকে যোগান রেখা বলা হয়।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে Shut-down point বা উৎপাদন বন্ধের বিন্দু কোনটি?
উত্তরঃ P = AVC
উৎপাদন বন্ধের বিন্দু কি?
উত্তরঃ যে বিন্দুতে P = AVC = MC = AR = MR < AC সেই বিন্দুকে উৎপাদন বন্ধের বিন্দু বলে।
স্বল্পকালে কি শর্তে উৎপাদন বন্ধ করে দিবে?
উত্তরঃ P = AVC
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম বা বিক্রেতাকে কি বল হয়?
উত্তরঃ দাম গ্রহীতা।
স্বাভাবিক মুনাফার অপর নাম কি?
উত্তরঃ মার্শালের মতে. স্বাভাবিক মুনাফার অপর নাম দক্ষতার যোগান দাম বা উৎপাদকের যোগ্যতা।
কি শর্তে স্বল্পকালে পূর্ণ প্রতিযোগি ফার্ম ক্ষতি হলেও উৎপাদন চালিয়ে যায়?
উত্তরঃ P = AVC অর্থাৎ স্থির খরচ উঠে পরিবর্তনীয় খরচের কিছুটা উঠে আসলে ফার্ম ক্ষতি হলেও উৎপাদন চালিয়ে যাবে।
যোগানের চেয়ে চাহিদা বেশি হলে কি হয়?
উত্তরঃ দাম উর্ধ্বগামী হয়।
মোট আয় কি?
উত্তরঃ কোন উৎপাদিত দ্রব্য বিক্রি করে যে পরিমাণ অর্থ পাওয়া যায় তাকে মোট আয় বলে।
গড় আয় কি?
উত্তরঃ কোন ফার্মের মোট বিক্রয়লদ্ধ অর্থ বা আয়কে বিক্রীত দ্রব্যের মোট পরিমাণ দ্বারা ভাগ করলে, তাকে গড় আয় বলে।
গড় আয়ের সূত্রটি লিখ?
গড় আয় দামের মধ্যে সম্পর্ক কি?
উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P = AR হয়।
এবং একচেটিয়া বাজারে P > AR হয়
P এবং AR এর সম্পর্ক ঋণাত্মক
P = AC হলে ফার্মের কী ধরনের মুনাফা অর্জিত হয়?
উত্তরঃ স্বাভাবিক মুনাফা।
প্রান্তিক আয় কি?
উত্তরঃ কোন দ্রব্যের অতিরিক্ত এক একক বিক্রি করে যে অতিরিক্ত আয় পাওয়া যায়, তাকে প্রান্তিক আয় বলে।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটি ফার্মের চাহিদা রেখা কি রকম হয়?
প্রান্তিক ব্যয় কি?
উত্তরঃ অতিরিক্ত এক একক উৎপাদন করতে গেলে যে বাড়তি খরচ হয় তাকে প্রান্তিক ব্যয় বলে।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজররের ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন?
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজররের ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন?
উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে দ্রব্যের একটি নির্দিষ্ট দাম নির্ধারিত হয় এবং এই দামকে কেউ প্রভাবিত করতে পারে না । নতুন ফার্ম বাজারে প্রবেশ করলে তাকে প্রচলিত দাম মেনে নিতে হয় তাই এই বাজারকে দাম গ্রহীতা বলা হয়।
বিশুদ্ধ প্রতিযোগিতা বলতে কি বুঝায়?
উত্তরঃ যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় নিয়ে প্রতিযোগিতা করে বাজারে অবাধে প্রবেশ ও প্রস্থানের সুযোগ থাকে তাকে বিশুদ্ধ প্রতিযোগিতা বলে।
প্রান্তিক আয়ের সূত্রটি লিখ।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় ও প্রান্তিক আয় রেখার আকৃতি কিরূপ হবে?
উত্তরঃ ভূমি অক্ষের সমান্তরাল হবে।
মুনাফা কি?
উত্তরঃ উদ্যেক্তা তার কর্মদক্ষতা ও ঝুঁকি বহনের পুরস্কার হিসেবে যে অর্থ পেয়ে থাকে, তাকে মুনাফা বলে।
নীট মুনাফা কিভাবে বের করা হয়?
উত্তরঃ নীট মুনাফা = মোট মুনাফা - অপ্রকাশিত ব্যয়।
মুনাফা কত প্রকার ও কি কি ?
উত্তরঃ দুই প্রকার। যথা- ১) মোট মুনাফা ২) নীট মুনাফা।
মোট মুনাফা কি?
উত্তরঃ মোট বিক্রয় লদ্ধ আয় হতে মোট প্রকাশিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মোট মুনাফা বলে।
স্বাভাবিক মুনাফা কি?
উত্তরঃ একজন উৎপাদনকারীর উৎপাদন ক্ষেত্রে যখন মোট আয় ও মোট ব্যয় পরস্পর সমান হয় তখন অর্জিত মুনাফাকে স্বাভাবিক মুনাফা বলে।
অর্থনৈতিক মুনাফা বলতে কি বুঝ?
উত্তরঃ কোনো ফার্মের মোট আয় থেকে অর্থনৈতিক ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নিট মুনাফা বলে।
ফার্ম বলতে কি বুঝ?
উত্তরঃ যে প্রতিষ্ঠান একটি বিশেষ পণ্য উৎপাদনের জন্য একজন কিংবা একাধিক সংগঠন কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয় তাকে ফার্ম বলে।
নীট মুনাফা কি?
উত্তরঃ মোট মুনাফা হতে অপ্রকাশিত ব্যয় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে নীট মুনাফা বলে।
শূণ্য অর্থনৈতিক মুনাফার অফর নাম কি?
উত্তরঃ স্বাভাবিক মুনাফা।
শিল্প কি?
উত্তরঃ একটি পণ্য উৎপাদনের যতগুলো প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাদের সবগুলোর সমষ্টি হল শিল্প।
ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ কোনো বিশেষ পণ্য উৎপাদনে নিয়োজিত প্রতিষ্ঠানকে ফার্ম বলে। অন্যদিকে কোনো বিশেষ পণ্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে শিল্প বলে।
কাম্য প্লান্ট কি?
উত্তরঃ ব্যয় সুবিধা ও অসুবিধার প্রেক্ষিতে উৎপাদনের যে স্তরে গড় ব্যয় সর্বনিম্ন স্তরে উপনীত হয় ঐ অবস্থায় ফার্ম উৎপাদন কাজ পরিচালনা করলে তাকে ফার্মটির কাম্য আয়তন বলে। এ স্তরে ফার্ম যে প্লান্ট গঠন করে তাকে কাম্য আকারের প্লান্ট বলে।
অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে?
উত্তরঃ যখন কোন বাজারে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা কম থাকে এবং তদের মধ্যে আংশিক প্রতিযোগিতা বিরাজ করে তখন তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।
ব্রেক ইভেন পয়েন্ট কি?
উত্তরঃ যে বিন্দুতে মোট আয় (TR) মোট ব্যয় (TC) পরস্পর সমান হয় সেই বিন্দুকে Break even point বা সমচ্ছেদ বিন্দু বলে।
ক্ষতি স্বীকার করেও ফার্ম কখন স্বল্পকালে উৎপাদন কাজ পরিচালনা করবে না?
উত্তরঃ যখন AVC > P হবে তখন ফার্ম স্বল্পকালে উৎপাদন কাজ পরিচালনা করবে না।
ফার্মের ক্ষুদ্র একককে কি বলা হয়?
উত্তরঃ প্লান্ট।
বিঃদ্রঃ অর্থনীতি সর্ম্পকে জানতে ভিজিট করুন https://www.economicsbd.com/ এই ওয়েব সাইটে।
কোথাও কোন ভুল হয়ে থাকলে বা যুক্ত করার প্রয়োজন মনে করলে কমেন্ট করার অনুরোধ রইলো।
0 মন্তব্যসমূহ