সমাজকর্ম কাকে বলে?
উত্তরঃ সুসংগঠিত সমাজকল্যাণ ব্যবস্থার বৈজ্ঞানিক ও পেশাগত প্রক্রিয়াকে সমাজকর্ম বলে।
সমাজকর্ম মূল্যবোধ কি?
উত্তরঃ পেশাদার সমাজকর্মীগণ তাদের পেশাগত কর্ম পরিচালনার ক্ষেত্রে যেসব মূল্যবোধ অনুসরণ করেন তাকে সমাজকর্ম মূল্যবোধ বলে।
সমাজকর্মকে একটি কলা, বিজ্ঞান ও পেশা রূপে আখ্যায়িত করেছেন কে?
উত্তরঃ সমাজকর্ম বিশারদ রেক্স এ স্কিডমোর ও এম জি থ্যাকরি সমাজকর্মকে একট কলা, বিজ্ঞান ও পেশারূপে আখ্যায়িত করেছেন।
সমাজকল্যাণের জনক কে?
উত্তরঃ ম্যারি রিচমন্ড।
সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে?
উত্তরঃ ফ্রিডল্যান্ডার।
ফ্রিডল্যান্ডারের প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞা কি?
উত্তরঃ ফ্রিডল্যান্ডারের মতে, সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতাসম্পন্ন এক পেশাদার সেবাকর্ম, যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোন ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করে।
সমাজকর্ম বিজ্ঞান না কলা?
উত্তরঃ সমাজকর্ম বিজ্ঞান ও কলার সংমিশ্রণ। এককথায় সমাজকর্ম বিজ্ঞান ও কলা উভয়ই।
সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?
উত্তরঃ ব্যবহারিক বিজ্ঞান।
সমাজকর্মের ত্রিবিধ ভূমিকা কি?
উত্তরঃ ত্রিবিধ ভূমিকা হল প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়ন।
সমাজকর্মের দুইটি বৈশিষ্ট্য লিখ?
উত্তরঃ (ক) বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। (খ) সংগঠিত সাহায়্যদান পদ্ধতি।
আধুনিক সমাজকল্যাণের সূত্রপাত কোথায় হয়?
উত্তরঃ ইংল্যান্ডে।
Political science কোন কোন শব্দ থেকে উদ্ভূত?
উত্তরঃ গ্রিক Polis এবং logos শব্দ থেকে।
ইকোনোমিক্স শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তরঃ ইকোনোমিক্স শব্দটি প্রাচীন গ্রিক শব্দ Oikonomia থেকে উৎপত্তি হয়েছে।
সোসাইটি গ্রন্থের লেখক কে?
উত্তরঃ ম্যাকাইভার।
সমাজ কর্মের সাথে গভীর সম্পর্ক রয়েছে এমন দুটি বিষয়ের নাম লিখ?
উত্তরঃ অর্থনীতি ও সমাজবিজ্ঞান।
কখন হতে সমাজকর্মের উৎপত্তি হয়?
উত্তরঃ ১৩৪৯ সালে Statue of Laborers নামক আইন প্রণয়নের মাধ্যমে সমাজ কর্মের উৎপত্তি হয়।
রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরু কাকে বলা হয়?
উত্তরঃ সক্রেটিসকে।
সনাতন সমাজকল্যাণ কি?
সনাতন সমাজকল্যাণ কি?
উত্তরঃ সনাতন পদ্ধতিতে যেসব সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হতো তাকে সনাতন সমাজকল্যাণ বলা হয়।
সমাজ কর্মের দুটি দার্শনিক ভিত্তি লিখ?
উত্তরঃ চিরায়ত মানবতারোধ ও ধর্মীয় অনুশাসন।
প্রতিরোধমূলক সমাজকর্ম কি?
উত্তরঃ সমাজের সমস্যা সৃষ্টিকারী উপাদান উদ্ভূত হওয়ার পূর্বেই অনুকূল পরিবশে সৃষ্টি করাই প্রতিরোধমূলক সমাজকর্ম। যেমন- দারিদ্র্য সৃষ্টির পূর্বে কর্মসংস্থান।
সমাজকর্মের মূল লক্ষ্য কি?
উত্তরঃ সমাজকর্মের মূল লক্ষ্য হচ্ছে সুপরিকল্পিত ও সুসংগঠিত উপায়ে সমাজ ও মানুষের সার্বজনীন ও সার্বিক কল্যাণ নিশ্চিত করণ।
সমাজকর্মের গুরুত্ব কি?
উত্তরঃ সমাজ ও সমস্যা সম্পর্কে জ্ঞানার্জন, সমস্যার বৈজ্ঞানিক সমাধান, বাঞ্চিত ও পরিকল্পিত পরিবেশ সৃষ্টি, মানবসম্পদ উন্নয়ন, স্বাবলম্বন প্রভৃতির মাধ্যমে সার্বজনীন ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে সমাজকর্মের গুরুত্ব অনন্য ও অপরিসীম।
বিজ্ঞান কত প্রকার ও কি কি ?
উত্তরঃ বিজ্ঞানসমূহকে মোট ২ ভাগে ভাগ করা যায়। যেমন- ১) মৌলিক বিজ্ঞান ও ২) ব্যবহারিক বিজ্ঞান। তবে প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী বিজ্ঞান আবার ২ প্রকার; যথা- ১) প্রাকৃতিক বা বিশুদ্ধ বিজ্ঞান ও ২) সামাজিক বিজ্ঞান।
Introduction to social welfare- গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ W. A. Friedlander
সমাজবিজ্ঞান কি?
উত্তরঃ সামাজিক ঘটনাবলি প্রভাবিত বিজ্ঞান। যে বিজ্ঞান সমাজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান বলে। যেমন- সমাজকর্ম।
বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কে?
উত্তরঃ কার্ল মার্কস।
সমাজকর্মের দুটি উদ্দেশ্য লিখ-
সমাজকর্মের দুটি উদ্দেশ্য লিখ-
উত্তরঃ ১) সকল মানুষের কল্যাণ। ২) মৌল মানবিক চাহিদা পূরণ।
সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের মূল পার্থক্য কি?
উত্তরঃ সমাজকর্ম হচ্ছে ব্যবহারিক বিজ্ঞান আর সমাজবিজ্ঞান হচ্ছে তাত্ত্বিক বিজ্ঞান।
সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ন বৈশিষ্ট্য কোনটি?
উত্তরঃ মানবসম্পদ উন্নয়ন।
কোন পেশায় পেশাগত সম্পর্ক স্থাপন আবশ্যক?
উত্তরঃ সমাজকর্ম পেশায়।
কোন পেশার তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার বিশেষ জ্ঞানভান্ডার রয়েছে?
উত্তরঃ সমাজকর্ম পেশার।
সমাজকর্ম কোন ধরনের মানুষের কল্যাণ নিয়ে আলোচনা করে?
উত্তরঃ সমাজবদ্ধ মানুষের।
সবচেয়ে প্রচীন সামাজিক বিজ্ঞান কোনটি?
সবচেয়ে প্রচীন সামাজিক বিজ্ঞান কোনটি?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞান।
সোসাইটি গ্রন্থের লেখক কে?
উত্তরঃ ম্যাকাইভার। মনোবিজ্ঞান কি?
উত্তরঃ মনোবিজ্ঞান মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া অনুধ্যানের বিজ্ঞান।
বিঃদ্রঃ অর্থনীতি সর্ম্পকে জানতে ভিজিট করুন https://www.economicsbd.com/ এই ওয়েব সাইটে।
কোথাও কোন ভুল হয়ে থাকলে বা যুক্ত করার প্রয়োজন মনে করলে কমেন্ট করার অনুরোধ রইলো।
2 মন্তব্যসমূহ
Amar 2018 & 2017 question & answer darkar vaia subject kod 212111 plz vai ajkei lagbe
উত্তরমুছুনক
উত্তরমুছুনখ