আর্থিক বিশ্লেষণ কি?
উত্তরঃ কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী থেকে তথ্য নেয়ার পর যে বিচার-বিশ্লেষণ করা হয় সাধারণত তাকেই আর্থিক বিশ্লেষণ বলে।
সম্পদ কি?
উত্তরঃ একটি ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় বস্তুগত ও অবস্তুগত পরিসম্পদ য ব্যবসা প্রতিষ্ঠান ধারন করে তাকে সম্পদ বলে।
ইক্যুইটি কি?
উত্তরঃ ইক্যুইটি অর্থ মালিকানা স্বত্ব। যা প্রতিষ্ঠানের সম্পদ এর ক্ষেত্রে মালিকের দাবির পরিমাণ প্রকাশ করে।
দায় কি?
উত্তরঃ মোট সম্পদের উপর মালিকানা ও পাওনাদারদের দাবির পরিমাণ হলো দায়।
সম্ভাব্য দায় কি?
উত্তরঃ কোনো কোম্পানির সম্পত্তির বিপরীতে দায় সৃষ্টি হওয়ার সম্ভাবনাকে সম্ভাব্য দায় বলে।
আর্থিক বিবরণী কি ?
উত্তরঃ একটি নির্দিষ্ট সময়ান্তরে কোনো প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা জানার জন্য যে সকল বিবরণী প্রকাশ করা হয় তাকে আর্থিক বিবরণী বলে।
আয় বিবরণী কি?
উত্তরঃ ব্যবসায় প্রতিষ্ঠানের লভ-ক্ষতি যে বিবরণীর মাধ্যমে জানা যায় তাকে আয় বিবরণী বলে।
মূল আর্থিক বিবরণী কয়টি ও কি কি?
উত্তরঃ মূল আর্থিক বিবরণী ৪টি। যথা- ১) আয় বিবরণী, ২) উদ্বৃত্ত পত্র, ৩) নগদ প্রবাহ বিবরণী এবং ৪) শেয়ার হোল্ডারদের স্বত্বের বিবরণী।
আয় বিবরণী কত প্রকার ও কিকি?
উত্তরঃ দুই প্রকার। যথা- ১) এক ধাপ বিশিষ্ট। ২) বহু ধাপ বিশিষ্ট।
আর্থিক বিবরণী বিশ্লেষণের পদ্ধতিগুলো কি কি ?
আর্থিক বিবরণী বিশ্লেষণের পদ্ধতিগুলো কি কি ?
উত্তরঃ ১) আয় বিবরনী তুলনা, ২) উদ্বৃ্ত্ত পত্রের তুলনা, ৩) অনুপাতের বিশ্লেষণ এবং ৪) শতকরা হার বিশ্লেষণ।
আর্থিক বিবরণী বিশ্লেষন কি?
আর্থিক বিবরণী বিশ্লেষন কি?
উত্তরঃ ভিন্ন ভিন্ন ব্যবহারকারীর ভিন্ন ভিন্ন তথ্য চাহিদা পূরণের জন্য আর্থিক বিবরণীর দফাসমূহের মধ্যে তুলনামূলক বিশ্লেষণকে আর্থিক বিবরণী বিশ্লেষণ বলে।
উদ্বৃত্ত পত্রের হিসাব সমীকরণটি লিখ।
উত্তরঃ মোট সম্পত্তি = দায় + মালিকানা স্বত্ব।
অলীক সম্পত্তি কি?
উত্তরঃ যে সকল সম্পত্তির বিক্রয় মূল্য হিসাবে অন্তর্ভুক্ত হয় না তকে অলীক সম্পত্তি বলে।
দীর্ঘমেয়াদি দায় কোন গুলো?
উত্তরঃ বন্ধকী ঋণ, ডিবেঞ্চার , শেয়ার ইত্যাদি।
হিসাব সমীকরণটি লিখ-
হিসাব সমীকরণটি লিখ-
উত্তরঃ A = L + 0e এখানে A = সম্পদ, L = দায়, 0e = মালিকানা স্বত্ব।
আর্থিক হাতিয়ারসমূহ কি?
উত্তরঃ ১) সাধারণ শেয়ার, ২) অগ্রাধিকার শেয়ার, ৩) বন্ড বা ঋণ পত্র ইত্যাদি।
আর্থিক অনুপাত বা উদ্বৃত্তপত্রের অনুপাতগুলো কি কি?
উত্তরঃ ১) তারল্য, ২) মূলধন কাঠামো, ৩) আবৃত্ত, ৪) মুনাফা অর্জন, ৫) বাজার পরিমাণ অনুপাত ও ৬) দক্ষতা অনুপাত।
স্থায়িত্বের ভিত্তিতে সম্পদকে কত ভাগে ভাগ করা যায় ও কিকি?
উত্তরঃ ৫ ভাগে। যথা- ১) স্থায়ী, ২) চলতি, ৩) ভাসমান, ৪) তরল, এবং ৫) হ্রাসমান সম্পদ।
সংরক্ষিত আয় বিবরণী কি?
উত্তরঃ হিসাবকালের প্রারম্ভিক রক্ষিত আয়ের সাথে চলতি সময়ের অর্জিত মুনাফা যোগ করে তা দেখিযে এবং নিট আয়ের বন্টিত অংশ এবং অবন্টিত উদ্বৃত্ত দেখিয়ে যে বিবরণী তৈরি কার হয় তাকে সংরক্ষিত আয় বিবরণী বলে।
নগদ প্রবাহ বিবরণী কি?
উত্তরঃ কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নগদ অর্থের আগমন ও বহির্গমন সংক্রান্ত বিবরণী হলো নগদ প্রবাহ বিবরণী।
মিশ্র নগদ প্রবাহ কাকে বলে?
উত্তরঃ যে বিবরণীর মাধ্যমে কোন প্রতিষ্ঠানের নির্দিষ্ট আর্থিক বছরে মিশ্র নগদ আগমন ও নির্গমন উপস্থাপন করা হয় তাকে মিশ্র নগদ প্রবাহ বলে।
সমান্তরাল বিশ্লেষণ কি?
উত্তরঃ কোনো প্রতিষ্ঠানের বেশ কয়েক বছরের আর্থিক বিবরণসমূহ বিশ্লেষণের কাজে ব্যবহার করা হয় তবে উক্ত বিশ্লেষণ প্রক্রিয়াকে সমান্তরাল বিশ্লেষণ বলে।
সম্পত্তির আবর্তন কি?
উত্তরঃ নিট বিক্রয় গড়কে গড় সম্পত্তি দ্বারা ভাগ করে সেই অনুপাতে বিক্রয় বৃদ্ধি করতে সম্পদসমূহকে কিরূপ দক্ষতার সাথে ব্যবহার করতে হবে তার একটি পরিমাপ হলো সম্পত্তির আবর্তন।
সম্পদ সর্বাধিকরন কাকে বলে?
উত্তরঃ ফার্মের বর্তমান মূল্য বৃদ্ধি করার প্রক্রিয়াকে সম্পদ সর্বাধিরন বলে।
মজুদ আবর্তন কি?
উত্তরঃ মোট বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ পণ্য দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই মজুদ আবর্তন।
মূল্য আয় অনুপাত কি?
উত্তরঃ শেয়ার বাজারের মূল্যকে শেয়ার প্রতি আয় দ্বারা ভাগ করে যা পাওয়া যায় তাই মূল্য আয় অনুপাত।
মোট আয় অনুপাত কি?
উত্তরঃ মোট আয় ও মোট বিক্রয়ে নিট আয়ের শতকরা অনুপাতকে মোট আয় অনুপাত বলে।
মোট আয় নির্ণয়ের সূত্রটি লিখ-
উত্তরঃ মোট আয় নির্ণয়ের সূত্রটি হলো- মোট আয় = দাম x উৎপাদনের পরিমাণ।
আয় মার্জিন কি?
উত্তরঃ প্রতি টাকা বিক্রয়ে নিট আয়ের শতকরা হারই হলো আয় মার্জিন।
সময় সুদ মার্জিন কি?
উত্তরঃ সুদ এবং কর পূর্ব আয়কে সুদ খরচ দ্বারা ভাগ করে নির্ণিত সুদ পরিশোধ ক্ষমতা সূচক হলো সময় সুদ অর্জন।
নিট মুনাফা অনুপাতের সূত্রটি লিখ-
উত্তরঃ কর ব্যতীত নিট লাভ 🕂নিট বিক্রয় X ১০০
Stock Holder কি?
উত্তরঃ যে বিবরণীর মাধ্যমে শেয়ারহোল্ডারদের যাবতীয় আর্থিক হিসাব-নিকাশ উপস্থাপন করা হয় তাকে Stock holder বলে।
Portfolio risk বা পত্রকোষ ঝুঁকি কি?
উত্তরঃ বিভিন্ন আর্থিক কৌশল বা বিভিন্ন প্রকল্পের সমন্বয়ে গঠিত ঝুঁকিই হচ্ছে Portfolio risk বা পত্রকোষ ঝুঁকি ।
NWC কি?
উত্তরঃ মোট চলতি সম্পদ ও চলতি দায়- এর ব্যবধানই হলো NWC
IFRS এর পূর্নরূপ কি?
উত্তরঃ International Financial reporting standards
কার্যকরী মূলধন অনুপাতে সূত্র লিখ-
উত্তরঃ কার্যকরী মূলধন = চলতি সম্পত্তি - চলতি দাম 🕂 চলতি দায়।
মোট মুনাফার আদর্শ মান কত?
উত্তরঃ ২০% থেকে ৩০%
নিট মুনাফা অনুপাতের আদর্শ মান কত?
উত্তরঃ ৫% থেকে ১০%
FASB এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Financial Accounting Standard Board
আর্থিক নগদ প্রবাহ কি?
উত্তরঃ সাধারণ ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার, লভ্যাংশ প্রদান যা মূলধন তহবিল অর্থ প্রবাহের সাথে জড়িত তাকে আর্থিক নগদ প্রবাহ বলে।
আর্থিক প্রবাহ কি?
উত্তরঃ আর্থিক প্রবাহ বলতে নগদ অর্থের আগমন ও নির্গমনকে বুঝায়।
বিঃদ্রঃ অর্থনীতি সর্ম্পকে জানতে ভিজিট করুন www.economicsbd.com/ এই ওয়েব সাইটে।
কোথাও কোন ভুল হয়ে থাকলে বা যুক্ত করার প্রয়োজন মনে করলে কমেন্ট করার অনুরোধ রইলো।
কোথাও কোন ভুল হয়ে থাকলে বা যুক্ত করার প্রয়োজন মনে করলে কমেন্ট করার অনুরোধ রইলো।
মুদ্রা, ব্যাংকিং ও অর্থায়ন (অর্থনীতি চতুর্থ বর্ষ ) তৃতীয় অধ্যায়ঃ বিবরণী বিশ্লেষণ [ Analysis Statement ]
1 মন্তব্যসমূহ
ai addhay er brot question gulo kothay pabo
উত্তরমুছুন