Ticker

6/recent/ticker-posts

মুদ্রা, ব্যাংকিং ও অর্থায়ন (অর্থনীতি চতুর্থ বর্ষ ) চতুর্থ অধ্যায়ঃ মূলধন বাজেটিং [ Capital Budgeting ]

মূলধন বাজেটিং কি? 
উত্তরঃ মূলধন বাজেটিং বলতে দীর্ঘদিন ধরে নগদ অর্থ পাবার আশায় কোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদে বিনিয়োগ সিদ্ধান্তগ্রহণ করাকে বুঝায়।
মূলধন বাজেটিং এর কয়েকটি কৌশল/পদ্ধতির নাম লেখ-
উত্তরঃ ১) বিনিয়োগ পরিশোধ কাল পদ্ধতি, ২) বিনিয়োগের উপার্জন হার পদ্ধতি, ৩) পে-ব্যাক রিফিপ্রোকেল ৪) নিট বর্তমান মূল্য পদ্ধতি, ৫) অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি।
মূলধন বাজেটিং এর জনপ্রিয় কৌশল কোনটি? 
উত্তরঃ জনপ্রিয় কৌশল হল- নিট বর্তমান পদ্ধতি।
পরিশোধিত মূলধন কি? 
উত্তরঃ মূলধনের যে অংশ শেয়ার মালিকদের নিকট থেকে গ্রহণ করা হয় তাকে পরিশোধিত মূলধন বলে।
নিমজ্জিত ব্যয় কি? 
উত্তরঃ অতীতের ব্যয়ের যে অংশ পুনরুদ্ধার করা যায় না তাকে নিমজ্জিত ব্যয় বলে।
গড় উপার্জন হার কি? 
উত্তরঃ বিনিয়োগ প্রকল্পের কর ও অবচয় পরবর্তী নগদ প্রবাহকে শতকরায় প্রকাশ করা হলে তাকে গড় উপার্জন হার বলে।
বিনিয়োগের পরিশোধ কাল পদ্ধতি কি?
উত্তরঃ কোনো প্রকল্প থেকে যত সময়ে বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া যায় সে সময়কে পুনরূদ্ধার কাল বা বিনিয়োগের পরিশোধ কাল পদ্ধতি বলে।
বিনিয়োগের পরিশোধ কাল পদ্ধতির সূত্র দুটি লেখ-
উত্তরঃ ১) যদি প্রকল্পের নগদ প্রবাহ প্রতিবছর সমান হয় তবে বিনিয়োগ পরিশোধের সূত্র- PBP = NCO/NCB, এখানে, NCO =  Net cash outlay
২) যদি প্রকল্পের নগদ প্রবাহ প্রতিবছর সমান না হয় তাহলে- PBP = A + ( NCO - C) / D 
ভোগ কি? 
উত্তরঃ ভোগ বলতে চূড়ান্ত দ্রব্য ও সেবা থেকে প্রাপ্ত উপযোগের ব্যবহারকে বুঝায়।
অস্থায়ী ভোগ কি? 
উত্তরঃ অস্থায়ী ভোগ্য দ্রব্য ক্রয়ে ভোক্তা যে পরিমাণ অর্থ ব্যয় করে তাকে অস্থায়ী ভোগ ব্যয় বলে।
স্থায়ী ভোগ কি? 
উত্তরঃ যেসব দ্রব্য থেকে দীর্ঘদিন ধরে সেবা পাওয়া যায় তাদেরকে স্থায়ী ভোগ্য দ্রব্য বলে।
আন্তঃবংশীয় ভোগ কি? 
উত্তরঃ মানুষের জীবনব্যাপী ভোগের ধারাকে আন্তঃবংশীয় ভোগ বলে।
ধার কি? 
উত্তরঃ ব্যাংক পৃথক ঋণ হিসাবের মাধ্যমে ব্যাংক গ্রাহককে যে ঋণ প্রদান করে তাকে ধার বলে।
ব্যাংক ঋণ কি? 
উত্তরঃ ব্যাংক মুনাফা প্রদানের শর্তে গ্রাহককে যে অর্থ, সুনাম বিশ্বাস দার দেয় তাকে ব্যাংক ঋণ বলে।
তহবিল ঋণ কি ? 
উত্তরঃ ব্যাংক তার নিজস্ব তহবিল হতে বিভিন্ন হিসাবের মাধ্যমে যে ঋণ প্রদান করে তাকে তহবিল ঋণ বলে।
নগদ ঋণ কি? 
উত্তরঃ ব্যাংক  চলতি হিসাবের মাধ্যমে জামানতের বিপরীতে প্রাহককে যে আর্থিক সুবিধা প্রদান করে তাকে নগদ ঋণ বলে।
জমাতিরিক্ত ঋণ কি? 
উত্তরঃ ব্যাংক তার চলতি হিসাবে জমাকৃত অর্থের অতিরিক্ত যে অর্থ ঋণ হিসেবে উত্তোলনের সুযোগ প্রদান করে তাকে জমাতিরিক্ত ঋণ বলে।
বণিজ্যিক ঋণ কি? 
উত্তরঃ বাণিজ্যিক কাজে ব্যবহারের উদ্দেশ্যে ব্যাংক যে ঋণ প্রদান করে তাকে বানিজ্যিক ঋণ বলে।
মুনাফা লভ্যতা সূচক কি? 
উত্তরঃ কোনো প্রকল্পের ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং বর্তমান বিনিয়োগের অনুপাতকে মুনাফা লভ্যতাসূচক বলে।
অবাণিজ্যিক ঋণ কি? 
উত্তরঃ ব্যাংক ব্যবসা-বাণিজ্য বর্হিভূত খাতে যে ঋণ গ্রহককে প্রদান করে তাকে অবাণিজ্যিক ঋণ বলে।
স্বল্পমেয়াদি ঋণ কি? 
উত্তরঃ ব্যাংক সর্বোচ্চ এক বছরের জন্য গ্রাহককে যে ঋণ প্রদান করে তাকে স্বল্পমেয়াদি ঋণ বলে।
চাহিবামাত্র প্রদেয় ঋণ কি ? 
উত্তরঃ ব্যাংক চাহিবামাত্র পরিশোধের শর্তে যে ঋণ গ্রাহককে প্রদান করে তাকে চাহিবামাত্র প্রদেয় ঋণ বলে। 
মধ্যমেয়াদি ঋণ কি? 
উত্তরঃ ব্যাংক ১ বছর থেকে ৫ বছর সময়ের মধ্যে পরিশোধের শর্তে যে ঋণ প্রদান করে তাকে মধ্যমেয়াদি ঋণ বলে।
দীর্ঘমেয়াদি ঋণ  কি? 
উত্তরঃ ব্যাংক ৫ বছর থেকে ২০ বছরের মধ্যে প্রদানের শর্তে যে ঋণ প্রদান করে তাকে মধ্যমেয়াদি ঋণ বলে।
সরল সুদ কি? 
উত্তরঃ একটি নির্দিষ্ট সময় অন্তর শুধু আসল বা মূল টাকার উপর যে সুদ প্রদান করা হয় তাকে সরল সুদ বলে।
চক্রবৃদ্ধি সুদ কি? 
উত্তরঃ প্রতি বছর সুদ আসলের সাথে যোগ হয়ে বৃদ্ধি প্রাপ্ত আসলের উপর নির্দিষ্ট হরে সুদ ধার্য করাকে চক্রবৃদ্ধি সুদ বলে।
Quick ratio এর সূত্র টি লিখ-
উত্তরঃ
IRR বা অভ্যন্তরীণ উপার্জন হার কি ? 
উত্তরঃ IRR এর পূর্ণরূপ হলো- Internal rate of return , IRR বলতে এমন একটি হারকে বুঝায় যেখানে ভবিষ্যৎ অভ্যন্তরীণ নগদ প্রবাহের মূল্য বিনিয়োগ হারের সমান হয়।
IRR এর সূত্র লিখ-
উত্তরঃ
IRR এর গ্রহণযোগ্য সীমা কত? 
উত্তরঃ IRR এর গ্রহণযোগ্য সীমা ১৮%
IRR এর মাধ্যমে প্রকল্পের গ্রহণযোগ্যতা বর্ণনা কর।
উত্তরঃ IRR > Cost Capital হলে প্রকল্প গ্রহণযোগ্য। IRR < Cost capital হলে প্রকল্প গ্রহণযোগ্য নয়।
বাট্টার হার কি? 
উত্তরঃ প্রকল্পে বিনিয়োগকৃত অর্থের বর্তমান মূল্য ভবিষ্যত সময়কালের ভিত্তিতে যে হারের প্রেক্ষিতে করা হয় তাকে বাট্টার হার বলে।
MIRR এর পূর্ণরূপ কি? 
উত্তরঃ MIRR এর পূর্নরূপ হলো- Modified internal rate of return
প্রকল্প মূল্যায়ন কি? 
উত্তরঃ প্রকল্প বাস্তবায়নের পরে যে সফলতা যাচাই করা হয় তা হচ্ছে প্রকল্প মূল্যায়ন।
NPV কি? 
উত্তরঃ আয়ের মোট বর্তমান মূল্য হতে মূলধন বাবদ ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাই NPV
NPV এর পূর্ণরূপ কি? 
উত্তরঃ NPV = Net present value
NPV  এর দ্বারা নির্লীত প্রকল্প কখন লাভজনক ও কখন ক্ষতি হয়? 
উত্তরঃ NPV > 0 হলে প্রকল্প লাভজনক। NPV < 0 হলে প্রকল্প অলাভজনক হয়।
NPV নির্ণয়ের সূত্রটি লিখ-
উত্তরঃ NPV = TPV - CCA
ROI এর সূত্রটি লিখ-
উত্তরঃ 
মূলধন রেশনিং কি? 
উত্তরঃ কোনো প্রতিষ্ঠান তার সীমিত তহবিল যে প্রক্রিয়ার মাধ্যমে সবচেয়ে লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে পারে তাকে মূলধন রেশনিং বলে।
NWC এর পূর্ণরূপ কি? 
উত্তরঃ NWC = Net Working Capital
SYD এর পূর্ণরূপ কি? 
উত্তরঃ ‍SYD = Sum Of Year Digit
DDM এর পূর্ণরূপ কি? 
উত্তরঃ DDM = Devident Discount model
CFBT এর পূর্ণরূপ কি? 
উত্তরঃ CFBT = Cash Flow Before Tax
CFAT এর পূর্ণরূপ কি? 
উত্তরঃ CFAT = Cash Flow After Tax
PI এর সূত্র লিখ-
উত্তরঃ




বিঃদ্রঃ অর্থনীতি সর্ম্পকে জানতে ভিজিট করুন  www.economicsbd.com/ এই ওয়েব সাইটে।
কোথাও কোন ভুল হয়ে থাকলে বা যুক্ত করার প্রয়োজন মনে করলে কমেন্ট করার অনুরোধ  রইলো।

মুদ্রা, ব্যাংকিং ও অর্থায়ন (অর্থনীতি চতুর্থ বর্ষ ) চতুর্থ অধ্যায়ঃ মূলধন বাজেটিং [ Capital Budgeting ]

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ