Ticker

6/recent/ticker-posts

আন্তর্জাতিক অর্থনীতি - ২ (অর্থনীতি চতুর্থ বর্ষ ) সপ্তম অধ্যায়ঃ আন্তর্জাতিক অর্থায়নঃ বাংলাদেশ প্রসঙ্গ (International finance: Bangladesh Context)

আন্তর্জাতিক অর্থায়ন কি? 
উত্তরঃ কোনো দেশ বা আর্থিক প্রতিষ্ঠান অন্য কোনো দেশে উৎপাদনশীল ও অনুৎপাদনশীল খাতে আর্থিক সাহায্য বা বিনিয়োগই হলো আন্তর্জাতিক অর্থায়ন।
আন্তর্জাতিক বিনিয়োগ কত প্রকার ও কি কি? 
উত্তরঃ দুই প্রকার। যথা-  ১) বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ ও ২) বৈদেশিক পরোক্ষ বিনিয়োগ।
আন্তর্জাতিক বিনিয়োগ কি? 
উত্তরঃ কোনো একটি দেশ অন্য একটি দেশে উৎপাদনশীল বা অনুৎপাদনশীল খাতে মুনাফা বা অন্যান্য রাষ্ট্রীয় সুবিধার উদ্দেশ্য বিনিয়োগ করলে তাকে আন্তর্জাতিক বিনিয়োগ বলে।
নতুন আন্তর্জাতিক অর্থব্যবস্থা বলতে কি বুঝায়? 
উত্তরঃ একটি উদারনৈতিক বিশ্ব গড়ে তোলার জন্য আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তিত রূপায়ন হলো নতুন আন্তর্জাতিক অর্থব্যবস্থা।
বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ কি? 
উত্তরঃ যখন কোনো একটি দেশে অন্য একটি দেশে বিনিয়োগ করে এবং বিনিয়োগকারী যে খাতে বিনিয়োগ করে তার উপর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বজায় রাখে তাকে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বলে।
বৈদেশিক মুদ্রার চাহিদা কি? 
উত্তরঃ একটি দেশের বৈদেশিক বাণিজ্যের জন্য যে পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন তাকে বৈদেশিক মুদ্রার চাহিদা বলে।
পরোক্ষ বৈদেশিক বিনিয়োগ কি? 
উত্তরঃ শেয়ার মার্কেটে শেয়ার ক্রয়ে অংশগ্রহণ করে বিনিয়োগ করলে তাকে পরোক্ষ বৈদেশিক বিনিয়োগ বলে।
বৈদেশিক বিনিময় ভারসাম্য কী? 
উত্তরঃ বৈদেশিক বিনিময় বাজারে বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগান সমান হলে তাকে পরোক্ষ বৈদেশিক বিনিময় ভারসাম্য বলে।
প্রকৃত বিনিময় হার কি? 
উত্তরঃ আর্থিক বিনিময় হারকে যখন দ্রব্য মূল্যের সাথে সামঞ্জস্য বিধান করে প্রকাশ করা হয় তখন তাকে প্রকৃত বিনিময় হার বলে। 
হোয়াট প্ল্যান (White plane) কাকে বলে? 
উত্তরঃ হার্ভাড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যুক্তরাষ্ট্রের ট্রেজারি প্রতিনিধি Dr. Harry Dexter white কর্তৃক আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে যেসব সুপারিশ পেশ করেন তাকেই হোয়াইট প্ল্যান বলে। ১৯৪৩ সালের ১০ জুলাই এই প্ল্যান প্রকাশ পায়।
পেট্রো ডলার কি? 
উত্তরঃ বিশ্বের তেল উৎপাদনকারী তথা রপ্তানিকারী দেশগুলোর মাধ্যমে সৃষ্ট মুদ্রাকে পেট্রো ডলার বলে।
মৌলিক ভারসাম্যহীনতা কি? 
উত্তরঃ কোনো দেশের প্রকৃতি প্রদত্ত উপাদান, প্রযুক্তিগত অবস্থা, আমদানির প্রতি ভোক্তাদের পছন্দ পরিবর্তিত হলে লেনদেন হিসেবে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। এটাই মৌলিক ভারসাম্যহীনতা।



বিঃদ্রঃ অর্থনীতি সর্ম্পকে জানতে ভিজিট করুন  www.economicsbd.com এই ওয়েব সাইটে।
কোথাও কোন ভুল হয়ে থাকলে বা যুক্ত করার প্রয়োজন মনে করলে কমেন্ট করার অনুরোধ  রইলো।
 
আন্তর্জাতিক অর্থনীতি - ২ (অর্থনীতি চতুর্থ বর্ষ ) সপ্তম অধ্যায়ঃ আন্তর্জাতিক অর্থায়নঃ বাংলাদেশ প্রসঙ্গ (International finance: Bangladesh Context)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ